Tag: কবিতা

দয়াময় দয়া করো

আকাশ থেকে পানি নামলে খানি পাই,পাতালে চলে গেলে ভুখ পিয়াসে মরে যাই,করের চক্রে পড়ে নিকড়ে গরিবরা হচ্ছে ভবঘুরে,দয়াময় দয়া করো, নির্দয়রা নিরীহ নিধনে আত্মনিবেদন করেছে।বিষ উপবিষে বিশ্বাস হচ্ছে বিষাক্ত,নির্বিষ মেটেসাপের কষ্ট হয়েছে নিরুপাখ্য,বন্যার জলে দোমেটে ঘর ভাটিতে ভেসে গিয়েছে,দয়াময় দয়া করো, নির্দয়রা নিরীহ নিধনে আত্মনিবেদন করেছে।কায়ক্লেশে কাজ করে অদীনরা হয় নির্ধন,সুখে-স্বচ্ছন্দে বাঁচতে চেয়ে সুখিরা এখন … Continue reading দয়াময় দয়া করো

সৃষ্টির ভিতরে স্রষ্টা

স্বেচ্ছায় কিচ্ছু হয়নি, নিশ্চয় কারো ইচ্ছায় শুরু হয়েছিল,যেমন বিচ থেকে গাছ হয়, ফুলে মধু থাকে এবং নির্দিষ্ট সময়ে ফল পাকে,ফলে বিচি থাকে, অনুপযুক্ত পরিবেশে থাকলে বিচি পচে গলে নাশ হয়,বীজদল এবং উদ্ভিদভ্রুণ স্বয়ংসৃষ্ট নয়।বাতাসে অম্লজান আছে, অম্লজানে আছে জীবনীশক্তি,বহির্বিশ্বে অম্লজান নেই, তবে শব্দঢেউ আছে,বাতাস স্রষ্টার বিশেষ নির্দেশ এবং নিদর্শন, বাতাস স্বয়ংপ্রকাশ হয়নি।সাগরে পানি আছে, লবণাক্ত … Continue reading সৃষ্টির ভিতরে স্রষ্টা

দয়াময় দয়া করো

আকাশ থেকে পানি নামলে খানি পাই,পাতালে চলে গেলে ভুখ পিয়াসে মরে যাই,করের চক্রে পড়ে নিকড়ে গরিবরা হচ্ছে ভবঘুরে,দয়াময় দয়া করো, নির্দয়রা নিরীহ নিধনে আত্মনিবেদন করেছে।বিষ উপবিষে বিশ্বাস হচ্ছে বিষাক্ত,নির্বিষ মেটেসাপের কষ্ট হয়েছে নিরুপাখ্য,বন্যার জলে দোমেটে ঘর ভাটিতে ভেসে গিয়েছে,দয়াময় দয়া করো, নির্দয়রা নিরীহ নিধনে আত্মনিবেদন করেছে।কায়ক্লেশে কাজ করে অদীনরা হয় নির্ধন,সুখে-স্বচ্ছন্দে বাঁচতে চেয়ে সুখিরা এখন … Continue reading দয়াময় দয়া করো

লাশ আর লাশ

আশে পাশে চারপাশে লাশ আর লাশ আশে পাশে চারপাশে লাশ আর লাশ,আর কতো লাশ চাইব আমরা আর কত লাশ দেখব?এত লাশ দেখে আজ মনে হয় মানবতার হয়েছে নাশ,বাংলাদেশে মানুষ নেই আছে শুধু লাশ।পাতে ভাত নেই হাতে টুকনি,জনগণের মনে অশান্তি, শান্তির নামে ওরা করে উপহাস,মানবতার বুলি আওড়িয়ে ওরা অসহায়কে বানাচ্ছে দাস,আশে পাশে চারপাশে লাশ আর লাশ।শান্তিকামীর … Continue reading লাশ আর লাশ

কালজয়ি আঁকাই

আমি যখন আমার প্রিয়জনের শূন্যতা অনুভব করে আবেগপ্রবণ হই,তখন চোখ বুজে কল্পনার রংতুলি হাতে নিয়ে হই কালজয়ি আঁকাই,দুঃখ বেদনাকে ক্যানভাস বানিয়ে তন্ময় হয়ে অতীতের নতুন ছবি আঁকি,আনন্দাশ্রুতে সুখস্মৃতি মিশিয়ে রং বানিয়ে কল্পনার ভূবনে একলা হারাই। এখানে আরও কবিতা আছে © Mohammed Abdulhaque